এখন জীবন কেটে যায় কীবোর্ড চেপে
তোমার সুধা চাখার সময় কই?
ধরাধামের পাখিরা বদলে গেছে
যে পাখি হেঁটে বেড়াত কুঞ্জ ভবনে
সেও আজ সুনীল আকাশে ডানা মেলেছে।


অথচ দেখ ভাগ্যের কি আজব খেল,
বনলতা সেন এখনও আশায় বসে ভাবে
নিরাপত্তা হাতে দরজায় দাঁড়াবে জীবনান্দ
কিন্তু আজো সে এল না কেন জানি!


আমার জীবন কেটে যায় কীবোর্ড চেপে
ফুলেদের মধু খাবার সময় কই আমার?
ক্যাম্পাসের ফুলেরা এখন বদলে গেছে
যে ফুল কুঁড়ি হয়েই ঝড়ে যেত এক সময়
সেও এখন আহ্বান জানায় ভ্রমরকে
অথচ চেয়ে দেখ এই অবাক করা বিষয়
ভ্রমর এখন আখের প্রতিই বেশি আসক্ত
এক ফোঁটা মধুর চেয়ে চিনিই বুঝি দামী?


তোমার দিন কাটে মোবাইল চেপে
আমার দিকে তাকানোর সময় কই?
ইদানীংকাল বুঝি বদলে গেছ ভীষণ
আগের মত চোখে আর কাজল মাখ না
নাকের নাকফুলটাও থমকে গেছে দেখি।
বদলে গেছে সব, বদলে গেছি আমিও
এখন আমি শুধুই হেল্পফুল, ইউজ্যাবল নই আর!