একটা দীর্ঘ সময় পর, অভ্রের লিনাক্স সংস্করণের জন্য কিছু একটা করার চেষ্টা করা হল। কয়েক বছর ধরেই সারিম ভাইয়ের এই বিখ্যাত প্রজেক্টটা কেমন জানি থমকে আছে। অনেকে বাধ্য হয়ে প্রভাতে মুভ করেছেন। আর কিছু অভ্রপ্রেমী রয়ে গেছেন সেই অভ্রতেই। কিন্তু এখন দৃশ্যপট একেবারেই ভিন্ন। উবুন্টু-১৬.০৪ রিলিজ হয়েছে মাত্র এক বছর আগেই। আর অভ্রপ্রেমীদের ইন্সটলেশান দুর্দশা কাটাতে কিছু একটা করার দরকারই ছিল। আর মধ্যবর্তী এক ব্যবস্থা হিসাবে আমরা নিয়ে এসেছি অভ্র-২.১ সংস্করণটিকে।

যাউকগা, সামনের দিকে আউগ্গা। চলুন দেখা নেয়া যাক কিভাবে উবুন্টুতে (৩২/৬৪-বিট) এ অভ্র কীবোর্ড ইন্সটল করা যায়।ইন্সটলেশন

(১) টার্মিনাল থেকে আমরা কিছু কমান্ড চালাব। এজন্য ctrl+alt+T চেপে ধরে টার্মিনাল ওপেন করুন। এবার নিচের কমান্ডগুলো চালিয়ে যান:

$ sudo apt install gjs gir1.2-ibus-1.0 libibus-1.0-5 libibus-1.0-dev ibus-gtk ibus-gtk3 ibus-clutter ibus-qt4
$ wget "https://github.com/maateen/avro/releases/download/v2.1/avro_2.1-3_all.deb"
$ sudo dpkg -i avro_2.1-3_all.deb

আশা করি, সবকিছু ঠিক-ঠাক ভাবে ইন্সটল হয়েছে।

(২) এবার ইউনিটি লঞ্চার থেকে System Settings, সেখান থেকে Language Support এ চলে যান।

(৩) Keyboard input method system নামে কিছু একটা দেখতে পাবেন।

(৪) IBus সিলেক্ট করুন আর উইন্ডোটা ক্লোজ করে দিন।

(৫) এখন আইবাস ডেমনকে রিস্টার্ট দেয়া বাঞ্ছনীয় কাজ। এজন্য নিচের কমান্ডটা টার্মিনালে চালিয়ে দিন:

(৬) এখন System Settings যান, সেখান থেকে Keyboard এ যান। তারপর সেখান থেকে সোজা চলে যান Text Entry তে।

(৭) এখান থেকে + চেপে সার্চ করে ইনপুট সোর্স হিসেবে Avro Phonetic এড করে নিন।

(৮) কোন কারণে তারপরও অভ্র ঠিকভাবে আপনার কম্পিউটারে কাজ না করলে কম্পিউটার রিস্টার্ট দিন। তারপর আবার ২নং থেকে চেষ্টা শুরু করুন।

তো হয়ে গেল সব কাজ! এবার লিখে দেখুন সব ঠিকঠাক আছে কিনা। অভ্র ঠিকমত কাজ না করলে পিসি রিস্টার্ট দিন। এরপরও কাজ না করলে একটা নতুন ইস্যু ওপেন করে জানান আমাদের।

নতুন রিলিজের জন্য চোখ রাখুন: https://github.com/maateen/avro/releases

কোন বাগ পেলে রিপোর্ট করুন: https://github.com/maateen/avro/issues