Toto Yulianto নামের একজন ভদ্রলোকের টিমে আমার কয়েক মাস কাজ করার সৌভাগ্য হয়েছিল। সৌভাগ্য এইজন্য বলছি কারণ সিস্টেম এডমিনিস্ট্রেশনে বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ভদ্রলোকের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।

আমাদের প্রজেক্টে ফিলিপিনো এক ভদ্রমহিলা ছিলেন। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেন। ইউজারদের থেকে প্রাপ্ত ডাটা প্রসেস করে তার উপর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এপ্লাই করে ধারণা করা হত ইউজার কোন সব প্রোডাক্ট কিনতে পারেন। তারপর এমন সব প্রোডাক্টই কেবল ইউজারের হোমে দেখানো হত।

তো এই কাজের জন্য ভদ্রমহিলা পাইথনে যে স্ক্রিপ্ট লিখেছিলেন বা সিস্টেম বিল্ড করেছিলেন (Recommendation Engine) তা আমাদের সার্ভারে ৮ জিবির বেশি র‍্যাম হজম করত। কিন্তু এই বিষয়টা নিয়ে সিসএডমিন টিমের কেউই আমরা খুশি ছিলাম না। আমরা তাকে অপটিমাইজ করার জন্য অনুরোধ করি।

আমিও যেহেতু টুকটাক পাইথন পারি তাই ভদ্রমহিলা আমাকে অনুরোধ করলেন আমি যেন তাকে অপটিমাইজেশনে সাহায্য করি। রাজি আমি খুশি মনেই হয়েছিলাম। তো এর দুই-একদিন পরে Toto Yulianto (কোথাও ভুলে টোটোর বদলে রেনে বলেছিলাম) আমাকে জিজ্ঞেস করল যে আমাকে অ্যাসাইন করা কাজ শেষ করেছি কিনা! আমি বললাম যে টাইম লাগবে। এবং ভদ্রমহিলার ঐ কাজে হেল্প করার চেষ্টা করছি সেটাও বললাম।

আর তখনই Toto Yulianto আমাকে চমৎকার একটা উপদেশ দিয়েছিল। সে আমাকে বলেছিল,“যদি নিজের কাজে শাইন করতে চাও তবে অন্যের কাজ নিয়ে মাথা ঘামানো বাদ দাও।” Toto Yulianto-এর এই একটা উপদেশ আমার জীবনে বিশাল পরিবর্তন এনে দিচ্ছে।